BSF

ব্যর্থ হল ড্রোনে অস্ত্র পাঠানোর পাক চেষ্টা

বিএসএফ জানিয়েছে, আজ ভোরে ড্রোনটিকে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে উড়তে দেখে তারা। তার পরেই ৯ রাউন্ড গুলি চালানো হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০৩:৫৬
Share:

অস্ত্র-বোঝাই সেই ড্রোন বয়ে নিয়ে যাচ্ছে বিএসএফ। শনিবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ায়। পিটিআই

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় জঙ্গিদের ড্রোনে অস্ত্র পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করল বিএসএফ। তাদের দাবি, আন্তর্জাতিক সীমান্তের ও-পার থেকে পাকিস্তানি বাহিনী ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠানোর চেষ্টা করছিল।

Advertisement

বিএসএফ জানিয়েছে, আজ ভোরে ড্রোনটিকে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে উড়তে দেখে তারা। তার পরেই ৯ রাউন্ড গুলি চালানো হয়। তাতে ড্রোনটি মাটিতে পড়ে যায়। সেটির মাধ্যমে একটি মার্কিন এম-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন-সহ গোলাবারুদ পাঠানো হচ্ছিল। পুলিশের দাবি, আলি ভাই নামে এক জঙ্গির জন্য ওই অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছিল। তার নামও লেখা রয়েছে। ড্রোনটি ৮ ফুট চওড়া। সেটিকে পানেসর সেক্টরে বিএসএফ পোস্টের বিপরীতে কোনও পাক পোস্ট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

বাহিনীর দাবি, এর আগেও কুপওয়ারা, রাজৌরি ও জম্মু সেক্টরে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাকিস্তান।

Advertisement

অন্য দিকে আজ কাশ্মীরের কুলগামে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে কুলগামের লিখডিপোরায় অভিযান চালায় বাহিনী। জঙ্গিরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement