উদ্ধার হওয়া ড্রোন। ছবি: টুইটার।
ভারতীয় ভূখণ্ডে আবার ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন। গুলি করে পাক ড্রোনকে নামাল বিএসএফ। ঘটনাটি পঞ্জাবের তরন তারন জেলার। শনিবার সকালে লাখানা গ্রাম থেকে গুলি করে নামানো ড্রোনটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে পাকিস্তানের ড্রোনটিকে দেখতে পায় বিএসএফ। সঙ্গে সঙ্গে ড্রোনটিকে গুলি করে নামানো হয়। সেই সময় ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল বিএসএফ এবং পঞ্জাব পুলিশ। ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
এর আগেও, ভারতীয় আকাশসীমায় পাকিস্তানের ড্রোনকে গুলি করে নামানো হয়েছিল। গত ২২ জুন পঞ্জাবের ফাজিলকা এলাকায় ড্রোন উদ্ধার করেছিল বিএসএফ। পাশাপাশি হেরোইন উদ্ধার করা হয়েছিল। কয়েক দিন আগে রাজস্থানে ভারতের আকাশে ঢুকে পড়া ড্রোন গুলি করে নামিয়েছিল বিএসএফ। চলতি মাসে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় একটি বিমানের আকারের বেলুন উদ্ধার করা হয়েছিল। সাদা এবং কালো রঙের ওই বেলুনে পাকিস্তান বিমান সংস্থা ‘পিআইএ’-র নাম লেখা ছিল।