ছবি: সংগৃহীত।
খোলা দরজা পেয়ে বাড়ির শোয়ার ঘরে ঢুকে পড়ল জোড়া অতিথি। ঘরের ভিতরে ঢুকেও তারা ক্ষান্ত দেয়নি। সটান উঠে পড়ল খাটের উপর। অনাহুত দুই চতুষ্পদ অতিথিকে দেখে ভয়ে চিৎকার শুরু করে দিলেন বাড়ির সদস্যেরা। প্রায় এক ঘণ্টা ধরে শোয়ার ঘর অধিকার করে থাকে দু’টি প্রাণী। একটি গরু এবং একটি ষাঁড়। ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমে বাড়ির মালিক রাকেশ সাহু জানান, সকাল ১০টার দিকে বাড়ির সদস্যেরা তাঁদের কাজে ব্যস্ত ছিলেন। তিনি ঘর পরিষ্কারের কাজ করছিলেন। এই সময় বাড়ির প্রধান দরজাটি খোলা ছিল। তাঁর স্ত্রী স্বপ্না ঘরের মধ্যে ছিলেন। তাঁর মা দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি গরু সোজা তাঁদের শোয়ার ঘরে ঢুকে পড়ছে। তার পিছু পিছু জুটেছে একটি ষাঁড়ও। কেউ কিছু বোঝার আগেই ষাঁড়টি বিছানায় উঠে পড়ে। তা দেখে বাড়িতে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়। আতঙ্কে একটি আলমারির পিছনে লুকিয়ে পড়েন রাকেশের স্ত্রী। আশপাশের বাড়ি থেকে লোকজন জড়ো হয়ে যায়। লাঠি দিয়ে দুটি প্রাণীকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলতে থাকে।
রাকেশ জানিয়েছেন, ঘর থেকে প্রাণী দুটিকে বার করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। অনেক চেষ্টা করার পরেও দুজনেই ঘর থেকে বার না হওয়ায়, বাজি ফাটানো হয়। জল ছুড়ে, লাঠির ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে দুধের ব্যবসায়ী এক তরুণ দুটি প্রাণীকে বার করতে সাহায্য করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুটি প্রাণীকেই ঘর থেকে বার করে আনা হয়। ভিডিয়োটি ‘অম্বুজ মিশ্র’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরাও।