ফাইল চিত্র।
জম্ম-কাশ্মীরের সাম্বা সেকটরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই পাক-পাচারকারী। অভিযোগ,আন্তর্জাতিক সীমান্ত পার করে তারা মাদকপাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে অভিযান শুরু করে বিএসএফ।
তাদের কাছ থেকে প্রায় ১৮০ কোটি টাকার হিরোইন উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৬ ফেব্রুয়ারি ভোরে বিএসএফকে সতর্ক করে বলা হয়, তিন মাদকপাচারাকারী সাম্বা আন্তর্জাতিক সীমান্ত পার করে মাদক নিয়ে দেশে প্রবেশ করছে। তাদের কাছ থেকে ৩৬ প্যাকেট (প্রায় ৩৬ কেজি) মাদক উদ্ধার হয়েছে। সেইগুলি হিরোইন বলেই মনে করা হচ্ছে। এলাকায় তল্লাশি জারি রয়েছে।’
বিএসএফ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে বডসড় মাদক পাচারের ছক বানচাল করা হয়েছে।