সুদীপ বন্দ্যোপাধ্যায়
অসুস্থ সুদীপ
সকালেও দিব্যি ছিলেন। সোমবার দুপুরে লোকসভা চলার সময়েই বুকে ব্যথা অনুভব করেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এইমস-এ নেওয়া হলে ডাক্তাররা জানান, আশঙ্কার কোনও কারণ নেই। হৃদ্যন্ত্রের সামান্য গোলযোগের কারণেই এই অবস্থা। দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ডানকান নিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্র ৭টি চা বাগান অধিগ্রহণ করবে বলেও কোনও কাজ করেনি। সোমবার লোকসভায় এ প্রশ্ন তোলেন সৌগত রায়। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ডানকান গোষ্ঠীর বাগানগুলি নিয়ে মামলা চলছে বলেই অধিগ্রহণ হয়নি। তবে চা বাগানগুলি দায়িত্ব নেওয়ার জন্য সংস্থা বাছাইয়ের কাজ চলছে। রাজ্যের সঙ্গে আলোচনা করেই সেই কাজ হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে চা-বাগানের কর্মীদের সাহায্য দেওয়া যায় কি না, তা রাজ্য সরকারকে দেখতে বলা হয়েছে বলেও জানান নির্মলা।
ছিটমহল
বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহল থেকে এ পারে আসা মানুষদের দুর্দশা নিয়ে সরব হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্য। রাজ্যসভায় তাঁদের অভিযোগ, ছিটমহলে মাত্র ৯২১ জন এসেছেন। তাঁদের মধ্যেও আবার ২০ জন ইতিমধ্যেই ফিরে গিয়েছেন। পুনর্বাসনের জন্য অবিলম্বে ৫০ কোটি টাকা পাঠানোর দাবি তোলেন তাঁরা।