Viral

বিয়ের পোশাকে পুশ-আপ! পরোয়া নেই ‘কনে’র, দেখুন ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যায় বিয়ের পোশাকে পুশ-আপ করছেন এক কনে। তাঁর পরনে ভারী কাজের লেহঙ্গা। রয়েছে বিয়ের যাবতীয় অলঙ্কার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ২০:০৬
Share:

প্রতীকী ছবি।

আচমকা দেখলে মনে হতে পারে, ‘কনে’ বড়ই নিয়মানুবর্তী। দৈনন্দিন শরীরচর্চা না সেরে শ্বশুরবাড়িও যাবেন না। অবশ্য ব্যাপারটা যে আদপেই তা নয়, সেটা জানা যায় সাত সেকেন্ডের ভিডিয়ো দেখে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার পরে। তবে ‘সত্যি ঘটনা’ যা-ই হোক, ‘কনে’র ভিডিয়ো নেটপাড়ার নজর কেড়েছে।

ভিডিয়োয় দেখা যায় বিয়ের পোশাকে পুশ-আপ করছেন এক কনে। তাঁর পরনে ভারী কাজের লেহঙ্গা। রয়েছে বিয়ের যাবতীয় অলঙ্কার। এমনকি, অ-বাঙালি কনেরা হাতে যে চুড়া পরেন তা-ও। সেসব পরেই দিব্যি মেঝেতে উপুড় হয়ে শরীরচর্চা করছেন তিনি।

Advertisement

কয়েক সেকেন্ডের ভিডিয়ো। তবে ‘কনে’ যে আসলে ‘কনে’ নন, তা জানা যায় ওই ভিডিয়ো দেখে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার পর। দেখা যায়, বিয়ের পোশাক পরে মাঝেমধ্যেই ছবি এবং ভিডিয়ো দিয়ে থাকেন তিনি যেগুলি আদতে তাঁর বিয়ের ভিডিয়ো বা ছবি নয়। আসলে তিনি ফিটনেস ইনস্ট্রাকটর, সোজা বাংলায় যোগ ব্যায়ামের শিক্ষক। নাম অ্যানা আরোরা।

ইনস্টাগ্রামেই অ্যানার শরীর চর্চার অসংখ্য ভিডিয়ো রয়েছে। তাঁর মধ্যে একটি বিয়ের পোশাকেও। যেটি মাত্র এক সপ্তাহ আগে পোস্ট করেছিলেন তিনি। তবে ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের ভারী পোশাক আর অলঙ্কার পরার পর অনেক কনেই ভাল ভাবে হাঁটতে পারেন না। তাই ওই পোশাকে শরীরচর্চা করে সম্ভবত নিজের ফিটনেস প্রমাণ করতে চেয়েছেন অ্যানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement