Uttar Pradesh

পাত্র ‘ক অক্ষর গোমাংস’, দুইয়ের ঘরের নামতাও জানে না! রেগে বিয়ে ভাঙলেন পাত্রী

পাত্রের পুঁথিগত শিক্ষা নেই! দুইয়ের ঘরের নামতা বলতে পারেন না। সত্যি জানতে পেরে বিয়ে ভাঙলেন পাত্রী। উত্তরপ্রদেশের মাহোবা জেলার ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৬:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাত্রের পুঁথিগত শিক্ষা নেই! দুইয়ের ঘরের নামতা বলতে পারেন না। সত্যি জানতে পেরে বিয়ে ভাঙলেন পাত্রী। উত্তরপ্রদেশের মাহোবা জেলার ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাত্রী জানতেন না যে, তাঁর হবু স্বামী ‘ক অক্ষর গোমাংস’। তবে বিয়ের আগে আগেই সত্যি জেনে যান তিনি। এর পরেই রেগে গিয়ে বিয়ে ভেঙে দেন।

Advertisement

‘নিউজ় ১৮’-এর প্রতিবেদন অনুযায়ী, পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা বলে ওই বিয়ে ঠিক করেছিল তাঁর পরিবার। কিন্তু বিয়ের আসরে বসার আগে পাত্রের সঙ্গে কথা বলে সন্দেহ হয় পাত্রীর। মাল্যদানের আগে পাত্র

কে দুইয়ের ঘরের নামতা মুখস্থ বলতে বলেন তিনি। তবে সেই নামতা বলতে পারেননি পাত্র। এর পরেই বিয়ে ভেঙে দেন ওই পাত্রী।

Advertisement

খবরটি সমাজমাধ্যমে প্রকাশ পেতেই বিষয়টি নিয়ে হইচই পড়েছে। অনেকে পাত্রীকে সাধুবাদ জানালেও কেউ কেউ বিষয়টি নিয়ে ঠাট্টাও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement