Fake Call Centre

ভোর ৪টেয় প্রাতরাশের বরাত! সূত্র খুঁজতে গিয়ে জাল কল সেন্টারের খোঁজ পেল মুম্বই পুলিশ

রাজোদি সমুদ্র সৈকতের পাশে একটি বাড়িতে ওই কয়েক সেন্টারে ছিলেন বেশ কয়েক ডজন কর্মচারী। কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল তাঁদের। বহিরাগতদের সঙ্গে যোগাযোগ আটকাতে ছিল নানা বিধিনিষেধ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২৩:৪৪
Share:

একটি জাল কল সেন্টারের অস্তিত্ব ‘আবিষ্কার’ করল মুম্বই পুলিশ। প্রতীকী ছবি।

ভোর ৪টের সময় প্রাতরাশের বরাত। দু’-চার জনের নয়, এক সঙ্গে কয়েক ডজন মানুষের জন্য। দিনের পর দিন! আর তারই সূত্র খুঁজতে গিয়ে একটি জাল কল সেন্টারের অস্তিত্ব ‘আবিষ্কার’ করল মুম্বই পুলিশ! গ্রেফতার করা হল প্রতারণাচক্রের ৪৭ জনকে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রাজোদি সমুদ্র সৈকতের পাশে একটি বাড়িতে ওই কয়েক সেন্টারে ছিলেন বেশ কয়েক ডজন কর্মচারী। কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল তাঁদের। বহিরাগতদের সঙ্গে যোগাযোগ আটকাতে ওই বাড়ি বেরনোর উপরেও ছিল নানা বিধিনিষেধ।

কিন্তু, শেষ রক্ষা হল না। রাতভর ‘কাজ’ করার পরে ওই জাল কল সেন্টারের কর্মীরা ভোরে নিয়মিত ভাবে স্থানীয় একটি খাবারের দোকানে প্রাতরাশের বরাত দিতেন। সূত্র মারফত সেই খবর পৌঁছে গিয়েছিল পুলিশে কাছে। আর তার পর অনুসন্ধান চালাতেই খোঁজ মেলে ওই ভুয়ো কল সেন্টারের।

Advertisement

মুম্বই পুলিশের আধিকারিক সুহাস বাওচে বলেন, ‘‘খবর পাওয়ার পরে কয়েক দিন ধরে নজরদারি চালিয়ে আমরা বুঝতে পারে, ওখানে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণাচক্রের কাজ চলছে। এর পরে গত ১১ এপ্রিল রাতে অভিযান চালানো হয়। ভুয়ো কল সেন্টারের মালিক, কর্মচারী-সহ ৪৭ জনেক গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধি বিভিন্ন ধারায় প্রতারণা-সহ নানা অভিযোগ আনা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement