Clash

তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে দু’দলের মধ্যে সংঘর্ষ, নিহত এক, আহত পাঁচ

আহতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিলাল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন তাঁর বান্ধবী। বিলালের ধারণা, আদিব নামে এক যুবকের জন্যই এই কাজ করেছেন তাঁর বান্ধবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৮:৪৪
Share:

— ফাইল ছবি।

এক তরুণীকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ। মারা গেলেন এক যুবক। আহত আরও ৫ জন। দিল্লির জাকিরনগর এলাকার ঘটনা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

আহতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিলাল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন তাঁর বান্ধবী। বিলালের ধারণা, আদিব নামে এক যুবকের জন্যই এই কাজ করেছেন তাঁর বান্ধবী। সেই আদিবের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ বিলালের। আদিবকে হুমকি দিতে থাকেন বিলাল। গত ২৮ এপ্রিল রাত ৯টা নাগাদ বিলাল এবং আদিব বন্ধুদের সঙ্গে নিয়ে দেখা করেন। স্থির করেন, বিষয়টি মিটিয়ে নেবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলালের সঙ্গে এসেছিলেন শেবি, তাবিশ, হামজা, সাবির। পরে তাঁদের সঙ্গে যোগ দেন আরও ৭-৮ জন যুবক। তাবিশ নামে ওই যুবক বিপক্ষের ৪-৫ জনকে ছুরির কোপ বসান বলে অভিযোগ। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। বাকি ৪ জন আহত।

Advertisement

জামিয়ানগর থানায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement