HMPV

গুজরাতে এইচএমপিভি আক্রান্ত আরও এক, আট বছরের শিশুর শরীরে মিলল ভাইরাস

জেলাশাসক জানিয়েছেন, হিম্মতনগরের একটি হাসপাতালে এখন ভর্তি রয়েছে শিশুটি। তার অবস্থা স্থিতিশীল। যদিও হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিশুটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৭:০১
Share:

গুজরাতে এই নিয়ে তিন জনের শরীরে মিলল এইচএমপিভি ভাইরাস। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজরাতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত আরও এক জন। আট বছরের এক শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। এই নিয়ে গুজরাতে এইচএমপিভিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল তিন।

Advertisement

শুক্রবার প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এইচএমপিভি আক্রান্ত শিশুর বাবা এক কৃষি শ্রমিক। একটি বেসরকারি গবেষণাগারে তার নমুনা পরীক্ষা করানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পরে তার রক্তের নমুনা সরকারি গবেষণাগারে পাঠানো হয়েছে। সত্যি সে এইচএমপিভি-তে আক্রান্ত কি না, তা নিয়ে আরও নিশ্চিত হতে চেয়েছিল প্রশাসন। শুক্রবার রিপোর্ট দিয়েছে সরকারি গবেষণাগার। সেই রিপোর্টও পজিটিভ বলে জানিয়েছেন সবরকান্থার জেলাশাসক রতনকনভর গঢ়াবিচরণ।

জেলাশাসক জানিয়েছেন, হিম্মতনগরের একটি হাসপাতালে এখন ভর্তি রয়েছে শিশুটি। তার অবস্থা স্থিতিশীল। যদিও হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিশুটিকে।

Advertisement

গুজরাতে এইচএমপিভি-তে প্রথম সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছিল গত ৬ জানুয়ারি। দু’মাসের শিশুর সংক্রামিত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। শিশুটি পরিবারের সঙ্গে রাজস্থান থেকে গুজরাতে এসেছিল। জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। পরে তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। গত বৃহস্পতিবার অহমদাবাদে ৮০ বছরের এক বৃদ্ধের সংক্রামিত হওয়ার খবর মেলে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সম্প্রতি চিনে এইচএমপিভি-র একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে ভারত-সহ অন্যান্য দেশে। বছর চারেক আগের কোভিড অতিমারির স্মৃতি ফিরে এসেছে। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উদ্বিগ্ন হতেও বারণ করা হয়েছে। উল্লেখ্য, ভারতে অতীতেও এইচএমপিভি-র সংক্রমণ দেখা গিয়েছে। তবে এই ভাইরাসটির কোনও রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। চিনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। ফলে এটি ভাইরাসের চিনা রূপ নাকি, স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনও বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশি ও গাঁটে ব্যথা, ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement