—প্রতীকী চিত্র।
মোবাইল ফোনে অন্য কাউকে মেসেজ করছিলেন মা। যা দেখে রেগে গিয়ে মাকে কুঠার দিয়ে মেরে খুন করল কিশোর। এই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের পালঘরে। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে প্যারোলে এলাকার ঘটনা। মায়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ১৭ বছরের এক কিশোর। তার জেরেই সে তার মাকে খুন করে বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। পুলিশ আরও জানিয়েছে, ফোনে অন্য কাউকে মেসেজ করা নিয়ে প্রায়শই মা এবং পুত্রের মধ্যে ঝামেলা হত।
গত রবিবার রাতে নৈশভোজ সারছিল কিশোর। সেই সময় তার মা ফোনে মেসেজ করতে ব্যস্ত ছিলেন। এটা দেখেই রেগে গিয়ে কুঠার দিয়ে মাকে মারে ওই কিশোর। সেই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। পরে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিজনেরা। হাসপাতালে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনার পর থেকেই পলাতক ওই কিশোর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।