Mysterious Death

নতুন জুতো না কিনে দেওয়ায় নিজেকে শেষ করল বালক! গাছে উদ্ধার ঝুলন্ত দেহ

গলায় শাড়ি পেঁচিয়ে ওই বালক নিজেকে শেষ করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৭
Share:

গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বালকের দেহ। প্রতীকী ছবি।

নতুন জুতোর বায়না করেছিল ১০ বছরের এক বালক। দাদু-দিদিমা সেই বায়না না রাখায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ওই বালক। ঘটনাটি মহারাষ্ট্রের বীড় জেলার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মামাবাড়িতে দাদু-দিদিমার কাছে থাকত ওই বালক। তার বাবা-মা চাষের কাজ করেন। সেই সূত্রে তাঁরা পাশের গ্রামে থাকেন। সোমবার দাদু-দিদিমার কাছে নতুন জুতোর বায়না করেছিল সে। কিন্তু তাতে রাজি হননি তার দাদু-দিদিমা।

Advertisement

এর পরই বালক তার দাদু-দিদিমাকে জানায় যে, সে তার বাবা-মায়ের কাছে যাচ্ছে। এর পর এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বালকের দেহ। পুলিশের অনুমান, সোমবার দুপুরে বাবা-মায়ের কাছে যাওয়ার পথে গাছের ডালে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement