Crime

শিক্ষকের মারধরের পর বুকে ব্যথা, মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রের

ঘটনাটি ওড়িশার বালেশ্বর জেলার। পুলিশ সূত্রে খবর, গত ৭ অক্টোবরের ঘটনা। দশম শ্রেণির এক ছাত্রকে স্কুলে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১১:১২
Share:

—প্রতীকী চিত্র।

শিক্ষকের মারে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ওড়িশার বালেশ্বর জেলায়। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহত ছাত্রের পরিবার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৭ অক্টোবরের ঘটনা। দশম শ্রেণির এক ছাত্রকে স্কুলে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রের বাবা জানিয়েছেন, বিনা অনুমতিতে এক সহপাঠীর সাইকেল নিয়েছিল তাঁর পুত্র। এই নিয়ে ওই সহপাঠী শিক্ষকের কাছে অভিযোগ জানায়। তার পরেই ওই ছাত্রকে মারধর করেন শিক্ষক।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বুকে ব্যথা অনুভব করে ওই ছাত্র। তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

Advertisement

এই ঘটনার প্রতিবাদে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান ছাত্রের পরিজনেরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান তাঁরা। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষককে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement