Twin

লকডাউনে যমজ সন্তান, বাবা-মা নাম রাখলেন করোনা ও কোভিড

সদ্যোজাত যমজের নাম দিলেন করোনা ও কোভিড

Advertisement

সংবাদ সংস্থা 

রায়পুর শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৪:৫৫
Share:

প্রতীকী ছবি। ছবি-শাটারস্টক।

করোনাভাইরাসের জেরে যে কোভিড-১৯ রোগ। তাই এই দু’টো নামই এখন ত্রাস সারা বিশ্বে। কিন্তু লকডাউনের সময় জন্মানো ছত্তীসগঢ়ের এক দম্পতি নিজেদের সদ্যোজাত যমজের নাম দিলেন করোনা ও কোভিড।

Advertisement

দেশ জুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই সরকারি হাসপাতালে ওই দম্পতির যমজ সন্তান জন্মগ্রহণ করে। যমজ সন্তানের জন্ম দেওয়া প্রীতি ভর্মা বলেছেন, ‘‘২৭ মার্চ দুই সন্তানের জন্ম দিয়েছি। আমার ছেলের নাম দিয়েছি কোভিড ও মেয়ের নাম দিয়েছি করোনা।’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘ভাইরাস মোকাবিলায় মানুষের জীবন বিপন্ন, সেই কঠিন সময়ে জন্ম নিয়েছে আমাদের সন্তানরা। জন্মের পর হাসপাতালের কর্মীরাও ওদের করোনা-কোভিড বলে ডাকছিলেন।’’ করোনাভাইরাস জীবন-মরণ পরিস্থিতি তৈরি করলেও, সাধারণ মানুষের মধ্যে তা স্যানিটেশন ও হাইজিনের অভ্যাস গড়েছে বলে মত প্রীতির।

Advertisement

ওই দম্পতি বাড়ি উত্তরপ্রদেশে। তাঁরা রায়পুরের পুরানি বাস্তি এলাকায় ভাড়া থাকেন।

আরও পড়ুন: লকডাউনে অভয়ারণ্য! মুম্বইয়ের রাস্তায় নাচছে ময়ূর

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ভারতকে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য করবে বিশ্বব্যাঙ্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement