Pilibhit

যোগী-রাজ্যে উদ্ধার দুই বোনের দেহ

রাত ১১টা নাগাদ এক জনের দেহ মেলে সড়কের পাশে। আজ ভোরে একটি গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অন্য জনের দেহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ০৫:৫৫
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে নারী সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সেখানে প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বঙ্গে নারী সুরক্ষার প্রশ্নে সরব হয়েছেন। কিন্তু সেই যোগী রাজ্যেই ফের বেআব্রু নারী সুরক্ষা! গত কাল থেকেই নিখোঁজ ছিল দুই বোন। রাত ১১টা নাগাদ এক জনের দেহ মেলে সড়কের পাশে। আজ ভোরে একটি গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অন্য জনের দেহ। দু’জনেরই গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। রাজধানী লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে পিলিভিটের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

Advertisement

বিলসন্ডা থানা সংলগ্ন বিলাসপুর গ্রামের বাসিন্দা কমলাদেবীর স্বামী মারা গিয়েছেন আগেই। তিন-চার মাস আগে ক্ষুন্নিবৃত্তির জন্য স্বামীহারা ওই মহিলা নেপাল সীমান্তের কাছে বীসলপুরের জসোলী গ্রামের একটি ইটভাটায় কাজে যুক্ত হন। থাকতেনও ইটভাটার কাছেই একটি ঝুপড়িতে। গত কাল সন্ধে ৭টা নাগাদ ঘর থেকে বেরিয়ে পাশের খেতে শৌচকর্মের জন্য গিয়েছিলেন কমলার দুই মেয়ে পুজা (২০) এবং অনিষ্কা (১৮)। তার পর থেকেই খোঁজ মিলছিল না দু’জনের। বেশ কিছু ক্ষণ কেটে যাওয়ার পরেও মেয়েরা ঘরে না-ফেরায় ইটভাটার অন্য শ্রমিকদের ডেকে মেয়েদের খুঁজতে শুরু করেন কমলা। রাত ১১টা নাগাদ ইটভাটা থেকে প্রায় ১০০ মিটার দূরে পিলিভিট-বীসলপুর সড়কের পাশে ছোট মেয়ের দেহ মেলে। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। মেয়ের দেহ ঘরে রেখে আর এক মেয়েকে খুঁজতে শুরু করেন ওই মহিলা। আজ সকাল ৬টা নাগাদ ইটভাটার থেকে ২০০ মিটার দূরে একটি আখের খেতের ভিতর ইউক্যালিপটাস গাছে পুজার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ, এএসপি পবিত্র মোহন ত্রিপাঠী। ঘটনাস্থলে নামানো হয় ‘ডগ স্কোয়াড’ও। পুলিশের আশঙ্কা, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে দুই বোনকে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত নয়, দু’বোনের উপরে যৌন নিগ্রহ করা হয়েছে কি না। খুনের কারণও স্পষ্ট নয়।

Advertisement

যোগী রাজ্যে মহিলাদের উপরে একের পর এক নিগ্রহ, খুন, ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনকে বিঁধেছেন বিরোধীরা। তা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি যে অধরা, পিলিভিটের ঘটনায় ফের তা স্পষ্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement