Boat Capsized

শেষকৃত্যে যাওয়ার সময় মাঝনদীতে উল্টে গেল নৌকা! উত্তরপ্রদেশে মৃত ৩, নিখোঁজ কয়েক জন

স্থানীয় সূত্রে খবর, দীনেশ গুপ্ত নামে এক ব্যক্তির শেষকৃত্যে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন। এই দুর্ঘটনায় বেঁচে ফেরা এক ব্যক্তি জানিয়েছেন, নৌকা যখন মাঝনদীতে, আচমকা জল ঢুকতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:৩২
Share:

উদ্ধারকাজে নেমেছেন গ্রামবাসীরা। ছবি: সংগৃহীত।

নদী পেরিয়ে এক ব্যক্তির শেষকৃত্যে যাচ্ছিলেন তাঁরই আত্মীয়েরা। নৌকা মাঝনদীতে যেতেই উল্টে যায়। নৌকায় ছিলেন ১২ জন। সকলেই নদীতে পড়ে যান। তিন জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন নিখোঁজ বলে জানা গিয়েছে। শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দীনেশ গুপ্ত নামে এক ব্যক্তির শেষকৃত্যে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন। এই দুর্ঘটনায় বেঁচে ফেরা এক ব্যক্তি জানিয়েছেন, নৌকা যখন সারদা নদীর মাঝ বরাবর, আচমকাই জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছু উপায় বার করার আগেই নৌকাটি উল্টে যায়। বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন নৌকার যাত্রীরা। গ্রামবাসীরা এই পরিস্থিতি দেখে নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু তত ক্ষণে পাঁচ জন নিখোঁজ হয়ে যান। তাঁদের মধ্যে এক জন কিশোর এবং কিশোরীও রয়েছে।

সাত জনকে নদী থেকে উদ্ধার করা হয়। বাকি পাঁচ জনের খোঁজে তল্লাশি শুরু হয়। কয়েক ঘণ্টা পর তিন জনের দেহ উদ্ধার হয়। এখনও দু’জন নিখোঁজ বলে স্থানীয় সূত্রে খবর। প্রশাসন সূত্রে খবর, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এই দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement