Delhi

Bizarre: ভারতীয় ছাত্রদের সামনে ‘তিন’ পথ, দিল্লির এই রাস্তায় গেলে মিলবে হদিস!

টুইটার গ্রাহক জয় আহুজার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতীয় ছাত্রদের তিন পথ— এমস, আইআইটি এবং অজানা।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৭:৩৯
Share:

এই বোর্ডই ভাইরাল হয়েছে। ছবি সৌজন্য টুইটার।

বাবা-মায়েরা সব সময়ই সন্তানদের কেরিয়ার নিয়ে চিন্তা করেন। কী নিয়ে পড়বে, কোন পথ বাছলে তাঁর কেরিয়ার উজ্জ্বল হবে ইত্যাদি। সম্প্রতি এ নিয়ে দিল্লির একটি রাস্তার ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখিয়ে বলা হয়েছে, এখানে এসে রাস্তার উপরে লাগানো বোর্ড দেখে কেরিয়ার বেছে নিতে পারেন।

Advertisement

কী রয়েছে সেই বোর্ডে?

দিল্লির সেই রাস্তায় যে বোর্ড লাগানো রয়েছে সেখানে দিকনির্দেশ করা হয়েছে। আর এই দিকনির্দেশকেই কেরিয়ার বেছে নেওয়ার সঙ্গে তুলনা টানা হয়েছে। বিষয়টিতে রসবোধ থাকলেও, এটাই যে বাস্তব চিত্র!

Advertisement

টুইটার গ্রাহক জয় আহুজার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতীয় ছাত্রদের তিন পথ— এমস, আইআইটি এবং অজানা।’

দিল্লির সেই রাস্তার ছবিটি রাত্রিবেলায় তোলা। রাস্তার উপরে দিকনির্দেশনার নীলরঙা তিনটি বোর্ড। ডান দিকের বোর্ডে লেখা আইআইটি, মাঝের বোর্ডে লেখা এমস এবং একেবারে শেষ বোর্ড, যা গাছের ডালে চাপা পড়ে গিয়েছে— টুইটে সেটাকে ‘আননোন’ বলে উল্লেখ করা হয়েছে। আর এই তিনটিকেই ভারতীয় ছাত্রদের কেরিয়ারের পথ বলা হয়েছে।

তুমি কী হতে চাও— ভারতীয় ছাত্রদের এই প্রশ্ন করা হলে, বেশির ভাগই উত্তর দেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। তার বাইরে যাঁরা আছেন, তাঁদের জন্যই কি ওই ‘আলো-আঁধারি’ গাছের ডালে ঢাকা পথকে বোঝানো হয়েছে। অর্থাৎ তাঁরা অন্য পেশা বেছে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement