স্যানিটাইজারের বোতল হাতে রাকেশ। টুইটার থেকে নেওয়া ছবি।
করোনার কঠিন পরিস্থিতিতে অনেক মজার ঘটনাও সমানে এসেছে, তার মধ্যে স্যানিটাইজার নিয়ে সব থেকে বেশি। কখনও মন্দিরে কখনও অন্য কোনও জায়গায়, হাত পেতে নেওয়া স্যানিটাইজার অনেকেই চরণামৃতের মতো খেয়ে নিয়েছেন। প্রায় তেমনই ছবি দেখা গেল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর বৈঠকেও।
বিএমসির বাজেট পেশ হচ্ছিল বুধবার। উপস্থিত ছিলেন বিএমসির যুগ্ম কমিশনার রমেশ পওয়ার। আর তার পর যা হল তাতে বাজেটের খবরের থেকে নেটাগরিকদের কাছে রমেশই বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন।
বৈঠকের সময়ের একটি ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে রমেশ জল ভেবে স্যানিটাইজারের বোতল খুলে মুখে ঢালছেন। মুখে নিয়েই বুঝতে পারেন ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে স্যানিটাইজার ফেলে জল দিয়ে মুখ ধুতে উঠে যান।
পরে সংবাদমাধ্যমকে রমেশ জানান, তিনি ভেবেছিলেন বক্তৃতা শুরুর আগে একটু জল খেয়ে নেবেন। সেখানে রাখা জল আর স্যানিটাইজারের বোতল প্রায় একই রকম দেখতে হওয়া তিনি ভুল করে স্যানিটাইজারের বোতল তুলে নেন। কিন্তু মুখে ঢালার পরই বুঝতে পারেন ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মুখ ধুয়ে নেন।
এএনআই-এর ২১ সেকেন্ডের ভিডিয়োটি মাত্র ৩ ঘণ্টায় প্রায় ১ লাখ বারের বেশি দেখা হয়েছে। রিটুইট হয়েছে প্রায় ১ হাজার।