ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ছবি পিটিআই।
পঞ্জাবের মোহালিতে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা হয়। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। আপাতত কোনও হতাহতের খবর নেই।
পঞ্জাব সরকার জানিয়েছে, জঙ্গিরা এই হামলা করেনি।পুলিশ সূত্রে খবর, দফতরের সামনের রাস্তায় রকেট চালিত গ্রেনেড বা আরপিজি-এর হামলা হওয়ার ফলে দফতরের জানলার কাঁচ ভেঙে যায়।
মোহালি থানার পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭.৪৫ নাগাদ সাহিবজাদা অজিত সিং নগরের সেক্টর ৭৭ এলাকায় এই হামলা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেন্সিক বিভাগের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।