ছবি: এক্স।
এয়ার ইন্ডিয়ার বিমানে সফরের অভিজ্ঞতা জানালেন এক যাত্রী। তিনি লিখেছেন বিমানে তাঁকে যে খাবার পরিবেশন করা হয়েছিল তাতে ধারালো ইস্পাতের ব্লেড পেয়েছেন তিনি। সেই ব্লেড তাঁর মুখেও চলে যায়। খাবারটি মুখে নিয়ে কয়েকবার চিবোনোর পর সেটির অস্তিত্ব টের পান তিনি। মুখ থেকে বের করে দেখেন সেটি ধারালো ব্লেড!
ওই যাত্রী তাঁর খাবার এবং সেই খাবারের ভিতরে পাওয়া ব্লেডের ছবি তুলে দিয়েছেন সমাজ মাধ্যমে। সেখানে তিনি জানিয়েছেন, এই ঘটনার পর তিনি বিমানকর্মীদের বিষয়টি জানান। বিমান কর্মীরা তাঁর কাছে এই ঘটনার জন্য ক্ষমা চান। ক্ষতিপূরণ হিসাবে এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের টিকিটও দিতে চান। কিন্তু ওই যাত্রী জানিয়েছেন, বিষয়টি শুনে তাঁর মনে হয়েছিল এটি ঘুষের নামান্তর। তাই তিনি নেননি। বদলে তিনি প্রশ্ন তুলেছেন, ওই খাবারটি তাঁর বদলে কোনও শিশুকে দেওয়া হলে কি হত!