Black Fungus

Black Fungus: দিল্লির গঙ্গারাম হাসপাতালে এ বার ২ রোগীর ক্ষুদ্রান্ত্রে মিলল ব্ল্যাক ফাঙ্গাস

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই ২ রোগী কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৯:১৯
Share:

প্রতীকী ছবি।

এ বার ক্ষুদ্রান্ত্রেও ধরা পড়ল ‘ব্ল্যাক ফাঙ্গাস’। দিল্লির গঙ্গারাম হাসপাতালের ২ রোগীর ক্ষেত্রে এমন ঘটনায় রীতিমতো বিস্মিত চিকিৎসকরা। তাঁদের মতে, এটা বিরলতম ঘটনা।

Advertisement

শনিবার গঙ্গারাম হাসপাতাল এক বিবৃতি জারি করে জানিয়েছে, কোভিড থেকে সুস্থ হওয়া ২ রোগীর ক্ষুদ্রান্ত্রে এই মারণ ছত্রাক ধরা পড়েছে। রোগীদের বায়োপসি রিপোর্ট চিকিৎসকদের রীতিমতো ধন্দে ফেলে দিয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস মূলত সাইনাস, মস্তিষ্ক আর ফুসফুসে সংক্রমণ ছড়ায়। গঙ্গারাম হাসপাতালের ২ রোগীর ক্ষুদ্রান্ত্রে কী ভাবে এই সংক্রমণ ছড়াল, তা নিয়ে জোর চর্চা চলছে চিকিৎসক মহলে।

হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, এই ২ রোগী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। প্রথম জন কোভিড থেকে সেরে ওঠার পর পেটে ব্যথা অনুভব করেন। অ্যাসিডিটি হচ্ছে ভেবে ওষুধও খেতেন। ফলে তাঁর চিকিৎসা শুরু হতে বিলম্ব হয়। দ্বিতীয় রোগীও কোভিড থেকে সেরে ওঠার পর পরই পেটে হালকা ব্যথা অনুভব করতেন। তিনি মধুমেহর রোগী এবং কোভিড চিকিৎসার জন্য স্টেরয়েডও দেওয়া হয়েছিল তাঁকে। সিটি স্ক্যান করার পর ক্ষুদ্রান্ত্রে ব্ল্যাক ফাঙ্গাস-এর বিষয়টি সামনে আসে। তবে সময় নষ্ট না করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement