Egg

BJP worker: কেকের দোকানে ডিম কেন? আমিষ-নিষিদ্ধ হরিদ্বারে বিজেপি কর্মীর হাতে প্রহৃত প্রতিবাদী

যুবক ডিম বিক্রির প্রতিবাদ জানালে বিজেপি কর্মী দীনেশ কালরা মারধর করেন। শরীরে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৯:৩৯
Share:

খুনের চেষ্টার অভিযোগে বিজেপি কর্মী ও ছেলের বিরুদ্ধে মামলা রুজু। ফাইল ছবি।

এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে বিজেপি কর্মী ও তাঁর ছেলেকে খুঁজছে হরিদ্বার পুলিশ। ২৭ বছরের ওই যুবকের অভিযোগ, বিজেপি কর্মী বাবা ও তাঁর ছেলে মিলে তাঁকে লাঠি ও স্ক্রু ড্রাইভার দিয়ে মারেন। কারণ, ওই যুবক আমিষ-নিষিদ্ধ হরিদ্বারে একটি দোকানে বেআইনি ভাবে ডিম বিক্রির বিরোধিতা করেছিলেন।

Advertisement

পুলিশ অভিযোগ দায়েরের পর অভিযোগকারী যুবক অক্ষয় ত্রিপাঠী জানিয়েছেন, তিনি হরিদ্বারের একটি কেকের দোকানে গিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পান কেকের দোকানি আড়ালে ডিম বিক্রি করছেন। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে হরিদ্বারে ডিম, মাছ, মাংস বিক্রি নিষিদ্ধ। ওই যুবক ডিম বিক্রির প্রতিবাদ জানালে বিজেপি কর্মী দীনেশ কালরা এসে মারধর শুরু করেন। পরে তাতে যোগ দেন দীনেশের ছেলেও। লাঠি দিয়ে বেধড়ক মারের পর শরীরে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ অক্ষয়ের।

অক্ষয় পুলিশে অভিযোগ জানান। পুলিশ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে। পুলিশ আধিকারিক মুকেশ চৌহান বলেন, ‘‘এই এলাকায় ডিম বিক্রি নিষিদ্ধ। কিন্তু আমাদের তদন্ত করে দেখতে হবে গোলমাল ডিম বিক্রি থেকেই শুরু হয়েছিল কি না।’’

Advertisement

তবে এই দীনেশ আগেও বিতর্কে জড়িয়েছেন। গত ফেব্রুয়ারিতে দীনেশের বাড়ি থেকে ২৪ কার্টন বেআইনি মদ উদ্ধার করেছিল আবগারি দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement