বড় ছেলে রাজ্যের বনমন্ত্রী। ওই দফতরকে লক্ষ লক্ষ টাকায় নিজের জমির মাটি বেচেছেন লালুপ্রসাদ— এই অভিযোগ তুলল বিজেপি। তাদের বক্তব্য, ওই মাটি দিয়ে দু’মাস ধরে কাজ চলছে পটনা চিড়িয়াখানায়। অসুস্থ হচ্ছে পশুপাখি।
ঘটনার প্রেক্ষাপট রাজধানী লাগোয়া দানাপুরের সগুনা মোড়। ওই এলাকায় প্রায় ৫০ কাঠা জমিতে তৈরি হচ্ছে শপিং মল। দায়িত্বে রয়েছে আরজেডি বিধায়ক সৈয়দ আবু দোজানার সংস্থা। খাতায় কলমে জমির মালিক লালুপ্রসাদ ও তাঁর পরিবার। বিজেপির অভিযোগ, দু’মাস আগে শপিং মল তৈরির কাজ শুরু হয়। বন দফতরের কর্তাদের ডেকে লালুপ্রসাদ ওই জমি থেকে বার হওয়া মাটি কেনার কথা জানান। অনেকটা বাধ্য হয়ে বন দফতরের অধীন পটনা চিড়িয়াখানা কর্তৃপক্ষ লরিপ্রতি ৪৫০০ টাকা দিয়ে মাটি কেনেন। বিল মেটানো হয় প্রায় ৮০ লক্ষ টাকার। সূত্রে খবর, মাস দু’য়েক আগে বন দফতরের কর্তারা পটনা চিড়িয়াখানার সৌন্দর্যায়নে ৯০ লক্ষ টাকা খরচের হিসেব কষেছিলেন। বিরোধীদের অভিযোগ, সেই সুযোগই ব্যবহার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মাটি বিক্রি করেছেন লালু। কত লরি মাটি চিড়িয়াখানায় ঢুকছে, তার হিসেব কষতে প্রবেশপথে মোতায়েন করা হয় আরজেডি-র এক নেতাকে।
আরও পড়ুন: আরএসএস ঠেকাতে দল লালুর ছেলের