National News

বন্যা দুর্গতদের কাছে না গিয়ে বিরিয়ানি খেয়ে ইদ পালন, সিদ্দারামাইয়াকে তোপ বিজেপির

সোমবার সিদ্দারাইয়ার ইদ উদ্‌যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, বিশালাকায় টেবিলে বিরিয়ানি-সহ নানা উপাদেয় খাবার দিয়ে ভোজ সারছেন সিদ্দারামাইয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ২৩:০০
Share:

ইদ উদ্‌যাপনে সিদ্দারাইয়া। ছবি: কর্নাটক বিজেপির টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

নিজের বিধানসভা কেন্দ্রে বন্যা দুর্গতদের পরিস্থিতি শোচনীয়। এহেন অবস্থায় দলীয় নেতাদের নিয়ে বিরিয়ানি–সহ ইদ উদ্‌যাপনের ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির তোপের মুখে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

Advertisement

সোমবার সিদ্দারাইয়ার ইদ উদ্‌যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, বিশালাকায় টেবিলে বিরিয়ানি-সহ নানা উপাদেয় খাবার দিয়ে ভোজ সারছেন সিদ্দারামাইয়া। এর পরই তাঁকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে রাজ্য বিজেপি। কর্নাটক বিজেপির তরফ থেকে টুইটারে লেখা হয়, ‘কংগ্রেস পরিষদীয় নেতার বাড়িতে বিরিয়ানি পার্টির জন্য সিদ্দারামাইয়ার সময় রয়েছে। কিন্তু, তাঁর নিজের কেন্দ্র বদামীতে বন্যা দুর্গতদের দেখতে যাওয়ার সময় নেই।’ এর পরে বিজেপির কটাক্ষ, ‘বিরিয়ানি খাওয়া শেষ হলে এ বার একটু উদ্যোগী হয়ে নিজের কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে যাঁরা আপনাকে ভোট দিয়েছেন, তাঁদের আর্তি শুনুন।’

কর্নাটকে বন্যার কবলে এখনও পর্যন্ত অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ ১২ জন। দুর্দশায় রয়েছে ১৭টি জেলার প্রায় ২,৭০০টি গ্রাম। এ নিয়ে বিধানসভায় সদ্য ক্ষমতা দখলকারী বিজেপি সরকারের প্রবল সমালোচনা শুরু করেছে কংগ্রেস। রাজ্যে বন্যা পরিস্থিতি সামলাতে বিজেপির সরকার তথা মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা যে ব্যর্থ, তা দাবি করে নিয়মিত টুইটও করছে তারা।

Advertisement

আরও পড়ুন: ‘আপনি শেষ!’ আঙুল উঁচিয়ে পুলিশ ইনস্পেক্টরকে বললেন জেলাশাসক

আরও পড়ুন: মতপার্থক্য যেন সঙ্ঘাতে পরিণত না হয়, চিনে গিয়ে বার্তা জয়শঙ্করের

এ দিন বিজেপির টুইট যে সেই সব টুইটের পাল্টা আক্রমণ, তা মনে করছেন অনেকে। কারণ, সিদ্দারামাইয়া আগেই টুইট করে জানিয়েছিলেন, সম্প্রতি ছানি অপারেশন হওয়ায় চিকিৎসকেরা তাঁকে সফর করতে নিষেধ করেছেন। সে কারণেই বদামী কেন্দ্রে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যেতে পারছেন না। তাঁর পরিবর্তে ছেলে যতীন্দ্র যে বন্যা কবলিত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন, তা-ও উল্লেখ করেছিলেন সিদ্দারামাইয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement