গুজরাতে বিজেপির ইস্তাহার প্রকাশিত হল। ছবি— পিটিআই।
গুজরাতের ভোটে দেশদ্রোহীদের ‘সবক’ শেখাতে নতুন সেলের প্রতিশ্রুতি দিল বিজেপি। শনিবার প্রকাশিত ‘সংকল্পপত্র’-এ লেখা হয়েছে, রাজ্যে দেশদ্রোহীদের মোকাবিলা করতে তৈরি করা হবে ‘অ্যান্টি র্যাডিক্যালাইজ়েশন সেল’। দেশে এর আগে কোনও নির্বাচনে এমন সেল তৈরির কথা শোনা যায়নি। এর পাশাপাশি সম্পূর্ণ অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।
বিজেপির সংকল্পপত্রে লেখা হয়েছে, আদিবাসী অধ্যুষিত ৫৬টি তালুকে রেশনের ‘মোবাইল ডেলিভারি’ দেওয়া হবে। যাকে অনেকেই বাংলায় অধুনা বন্ধ হয়ে যাওয়া ‘দুয়ারে রেশন’ প্রকল্পের অনুকরণ বলে মনে করছেন। এ ছাড়াও রয়েছে ২০ লক্ষ কাজ তৈরির প্রতিশ্রুতি।
গুজরাতে ভোটের আগে ইস্তাহার প্রকাশ করল বিজেপি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির ইস্তাহারের বিশেষ বিশেষ প্রতিশ্রুতি।