JP Nadda

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন হঠাৎ এমন পদক্ষেপ?

হিমাচল প্রদেশের বিজেপি নেতা নড্ডা গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ২১:৪১
Share:

বিজেপি সভাপতি জেপি নড্ডা। —ফাইল চিত্র।

হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ পদ থেতে ইস্তফা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। গুজরাত থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মাত্র দু’সপ্তাহের মাথাতেই!

Advertisement

হিমাচল প্রদেশের বিজেপি নেতা নড্ডা গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। সে রাজ্যের চারটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিজেপির প্রার্থীরা।

বর্তমানে নড্ডা নিজের রাজ্য হিমাচল থেকে নির্বাচিত সাংসদ। আগামী এপ্রিলে সেই মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, গুজরাত থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে পূর্বতন পদ ছেড়েছেন তিনি।

Advertisement

গত ২৭ ফেব্রুয়ারি হিমাচলের একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটাভুটিতে ক্রস ভোটিংয়ের ‘সৌজন্যে’ শাসকদল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল বিজেপি। তার পর থেকেই ওই রাজ্যে সরকার বদলের জল্পনা চলছে। কংগ্রেস বিধায়কদের ছ’জন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ করেছেন। সেখানে কংগ্রেসের ফাটল আরও চওড়া হতে পারে বলে জল্পনা। এই পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষ থেকে নড্ডার ইস্তফা ‘অন্য’ জল্পনাও তৈরি করেছে জাতীয় রাজনীতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement