Jagat Prakash Nadda

বিহারে আসন জট কাটাতে তৎপর নড্ডা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার-প্যাকেজ ও ভবিষ্যতে বিহারের উন্নয়নে কেন্দ্রের পরিকল্পনা প্রচারের মন্ত্র হবে বলেও জানিয়েছেন নড্ডা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০২:১৬
Share:

—ফাইল চিত্র।

বিহারে এনডিএ জোটে ফাটল বোজাতে সক্রিয় হলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। বিহারে বিজেপির কার্যসমিতির সঙ্গে বৈঠকে নড্ডা জানিয়ে দিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ, বিজেপি ও লোক জনশক্তি পার্টির দল একজোট হয়ে বিহারের ভোটে লড়বে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার-প্যাকেজ ও ভবিষ্যতে বিহারের উন্নয়নে কেন্দ্রের পরিকল্পনা প্রচারের মন্ত্র হবে বলেও জানিয়েছেন নড্ডা। বিহারের ভারপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব জাননান, ‘ভাজপা হ্যায় তৈয়ার, আত্মনির্ভর বিহার’ স্লোগান নিয়ে ভোটে যাবে বিজেপি।

Advertisement

চিরাগ পাসোয়ান তাঁর লোক জনশক্তি পার্টির জন্য আগের চেয়ে বেশি আসন দাবি করায় তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশের টানাপোড়েন শুরু হয়েছিল। নীতীশের অবস্থান ছিল, তাঁর জোট বিজেপির সঙ্গে। রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি আবার নীতীশের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তাঁর পুত্র চিরাগকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরছে। প্রশ্ন উঠছিল, চিরাগকে সামনে রেখে কি বিজেপিই নীতীশের উপরে চাপ বাড়াচ্ছে? নড্ডা আজ এই জল্পনার ইতি টানার চেষ্টায় বিজেপির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, শুধু বিজেপি নয়, শরিক দলের শক্তি বাড়ানোরও চেষ্টাও তাঁদের করতে হবে।

বিহারের বিধানসভার মেয়াদ ২৯ নভেম্বর শেষ হচ্ছে। অক্টোবর-নভেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও আরজেডি করোনার মধ্যে ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে। একই দাবি লোক জনশক্তি পার্টিরও। কিন্তু আজ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিহারে ভোট নির্দিষ্ট সময়েই হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement