ফাইল চিত্র।
কোভিডে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ বরুণ গাঁধী। রবিবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন বরুণ।
উত্তরপ্রদেশের পিলভিটে গত তিন দিন ধরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বিজেপি সাংসদ। প্রচার কাজ চালানোর সময়ই তিনি আক্রান্ত হন বলে জানিয়েছেন বরুণ। তাঁর জোরালো উপসর্গ ধরা পড়েছে।
বরুণ টুইট করেন, ‘পিলভিটে তিন দিন থাকার সময়ই কোভিডে আক্রান্ত হয়েছি। আমার জোরালো উপসর্গ ধরা পড়েছে। আমরা কোভিডের তৃতীয় ঢেউ এবং নির্বাচনী প্রচারের মাঝপথে।’ কমিশনের কাছে বরুণ আবেদন করেছেন নির্বাচনী প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের বুস্টার টিকা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করার।
আর এক মাস পরেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচন। করোনা আবহে এই নির্বাচন হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, কোভিডবিধি মেনে ভোট করানো হবে। সংক্রমণ এড়াতে যত বেশি সম্ভব ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যমে প্রচারের উপর জোর দিতে বলেছে রাজনৈতিক দলগুলিকে।