Assembly Election 2022

Election Schedules: উত্তরপ্রদেশে সাত দফা! ভোট শুরু ১০ ফেব্রুয়ারি, পাঁচ রাজ্যেই ফল ঘোষণা ১০ মার্চ

ভোট হবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে। এর আগে ২০১৭ সালে ওই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৩২
Share:

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:২৭ key status

পাঁচ রাজ্যের ভোটগণনা ১০ মার্চ

পাঁচ রাজ্যে ভোটগণনা হবে ১০ মার্চ, জানাল নির্বাচন কমিশন।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:২৬ key status

মণিপুরে দু’দফায় ভোট

মণিপুরে দু’দফায় ভোট। প্রথম দফা ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দ্বিতীয় দফায় ভোট হবে।

Advertisement
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:২০ key status

উত্তরপ্রদেশে সাত দফায় ভোট

উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:১৩ key status

তিন রাজ্যে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন

পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এক দফায় ভোট হবে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:১১ key status

১৫ জানুয়ারি পর্যন্ত কোনও জনসভা করা যাবে না

১৫ জানুয়ারি পর্যন্ত কোনও জনসভা করা যাবে না। রাত ৮টার পর নির্বাচনী প্রচার করা যাবে না।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:১১ key status

১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফায় ভোট

পাঁচ রাজ্যে সাত দফায় ভোট হবে, জানাল নির্বাচন কমিশন। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফায় ভোট। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ভোট। 

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:০৬ key status

ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যম নির্বাচনী প্রচারে জোর দিতে হবে

ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যম নির্বাচনী প্রচারের উপর বেশি জোর দিতে হবে। পদযাত্রা, রোড শো, র‌্যালির উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৬:০০ key status

ভোটের প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না জানাতে হবে

প্রত্যেক দলকে তাদের প্রার্থী সম্পর্কে তথ্য সবিস্তারে দলীয় ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রার্থীদের কারও বিরুদ্দে ফৌজদারি মামলা রয়েছে কি না তা-ও জানাতে হবে।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৫৭ key status

নির্বাচনে খরচের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে

ভোট পরিচালনার দায়িত্বে থাকবে ৯০০ পর্যবেক্ষক। বাড়ানো হয়েছে নির্বাচনে খরচের ঊর্ধ্বসীমা।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৫৫ key status

এক লক্ষেরও বেশি বুথে ওয়েব কাস্টিং

এক লক্ষেরও বেশি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, বললেন মুখ্য নির্বাচন কমিশনার।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৫৪ key status

মহিলাদের জন্য মহিলা পরিচালিত ভোটকেন্দ্র থাকবে: সিইসি

মহিলাদের জন্য মহিলা পরিচালিত ভোটকেন্দ্র থাকবে। ১৬২০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৫১ key status

করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালট: সিইসি

করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে: সিইসি

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৪৫ key status

পাঁচ রাজ্যে মোট ভোটার ১৮ কোটি ৩০ লক্ষ: সিইসি

১৮ কোটি ৩০ লক্ষ ভোটার ভোট দেবেন এই পাঁচ রাজ্যে। 

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৪১ key status

কোভিড পরিস্থিতিতে নির্বাচন করা একটা চ্যালেঞ্জ: মুখ্য নির্বাচন কমিশনার

কোভিড পরিস্থিতিতে নির্বাচন করা একটা চ্যালেঞ্জ। গত ডিসেম্বের পাঁচ রাজ্য পরিদর্শন করেছেন কমিশনের আধিকারিকরা, বললেন মুখ্য নির্বাচন কমিশনার।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:৩৮ key status

ভোট এবং ভোটারদের রক্ষা করাই লক্ষ্য কমিশনের

কোভিড আবহের মধ্যে নির্বাচন হচ্ছে। তাই সমস্তকোভিডবিধি মেনে নির্বাচন করানো হবে। ভোট এব‌ং ভোটারদের রক্ষা করাই লক্ষ্য কমিশনের, বললেন মুখ্য নির্বাচন কমিশনার।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:২৯ key status

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় এ বার দুর্গরক্ষার লড়াই বিজেপি-র

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় এ বার দুর্গরক্ষার লড়াই বিজেপি-র। এর মধ্যে প্রথম তিন রাজ্যে গত ৫ বছর ক্ষমতায় রয়েছে পদ্ম-শিবির। গোয়ায় গত এক দশক।

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১৫:২৮ key status

পাঁচ রাজ্যের ভোটের দিন ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনারের

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড— এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ভোটের দিন ক্ষণ ঘোষণা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement