BJP

Partition: পাঠ্যক্রমে দেশভাগের সবিস্তার অন্তর্ভুক্তির দাবি

মূলত পঞ্জাব ও উত্তরপ্রদেশ নির্বাচনে মেরুকরণের লক্ষ্যেই ওই পদক্ষেপ করা হয়েছে বলে সরব হন বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৭:৫৩
Share:

হরিনাথ সিংহ যাদব ফাইল চিত্র

সম্প্রতি ১৪ অগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত পঞ্জাব ও উত্তরপ্রদেশ নির্বাচনে মেরুকরণের লক্ষ্যেই ওই পদক্ষেপ করা হয়েছে বলে সরব হন বিরোধীরা। এ বার দেশভাগের বিষয়টি বিস্তারিত ভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবি তুলে সরব হলেন বিজেপির উত্তরপ্রদেশের রাজ্যসভা সাংসদ হরিনাথ সিংহ যাদব।

Advertisement

বছর ঘুরলেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। অভিযোগ, এখন থেকে ধীরে ধীরে মেরুকরণের হাওয়া তোলার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যে দেশভাগের স্মৃতিকে উস্কে দিতে ১৪ অগস্ট ওই দিনটি পালনের পাশাপাশি এ বার দেশভাগের পিছনে কারা ছিলেন, দেশভাগে কী সংখ্যায় মানুষ ছিন্নমূল হয়েছিলেন, তাঁদের বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি তুলে সরব হলেন হরিনাথ যাদব। তাঁর কথায়, ‘‘কুড়ি লক্ষ মানুষ দেশভাগের সময়ে মারা গিয়েছিলেন। কেন এত বড় ঘটনা ঘটেছিল? কারা ওই ঘটনার পিছনে ছিল? কী কারণে দেশভাগ হয়েছিল? সে সময়ে যাঁরা কোনও মতে পালিয়ে এসেছিলেন, তাঁরা কী ধরনের অত্যাচারের শিকার হয়েছিলেন, সে বিষয়ে আজকের দিনে কত জন জানেন! ওই সব তথ্য ইতিহাসের পাঠ্যক্রমে বিস্তারিত ভাবে থাকা উচিত।’’ যা দেখে বিরোধীদের মতে, এ হল বিজেপি সরকারের দেশভাগের মোড়কে হিন্দুত্ববাদের আবেগ ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্ষোভকে উস্কে দেওয়ার কৌশল। যাতে ভোটের বাক্সে মেরুকরণের ফায়দা লোটা সম্ভব হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement