Nitin Gadkari Nirmala Sitharaman

জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে প্রত্যাহার হোক জিএসটি, নির্মলাকে চিঠি লিখে আর্জি গডকড়ীর

গডকড়ী মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ। সেখানকার এলআইসি কর্মী সংগঠন এ বিষয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছিল। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় মন্ত্রী যেন এ বিষয়ে তৎপর হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৩:৪৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। তা প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। গত সোমবার গডকড়ী এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

গডকড়ী মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ। সেখানকার এলআইসি কর্মী সংগঠন এ বিষয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছিল। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় মন্ত্রী যেন এ বিষয়ে তৎপর হন। বিমা কর্মী সংগঠনের সেই দাবিদাওয়ার কথা উল্লেখ করেই নির্মলাকে চিঠি লিখেছেন গডকড়ী। চিঠিতে তিনি লিখেছেন, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি এক দিকে যেমন বিমাক্ষেত্রকে সঙ্কুচিত করছে, তেমনই প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। গড়করি এ-ও উল্লেখ করেছেন, জীবন এবং স্বাস্থ্য বিমা— এই দুটি ক্ষেত্রই স্পর্শকাতর। এ দু’টির কর কাঠামো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা যায় কি না, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন গডকড়ী।

নরেন্দ্র মোদী জমানাতেই ‘এক দেশ-এক কর’ ব্যবস্থা চালু হয়েছিল। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে সূচনা হয়েছিল জিএসটি-র। তৈরি হয় জিএসটি কাউন্সিলও। যারা মূলত কর কাঠামোর বিষয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করে। গত ২২ জুন শেষ বার জিএসটি কাউন্সিলের বৈঠক হয়েছিল। অগস্টের তৃতীয় সপ্তাহে ফের বৈঠকে বসার কথা জিএসটি কাউন্সিলের। সেই বৈঠকে গডকড়ীর প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement