Draupadi Murmu

Draupadi Murmu: রাষ্ট্রপতি প্রার্থী হয়েই জেড প্লাস নিরাপত্তা, ‘মঙ্গল’-সংবাদের পর মন্দিরে ঝাঁট দ্রৌপদীর

কেন্দ্রের তরফে দ্রৌপদীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদীর নাম ঘোষণা করেন জেপি নড্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৩:০৭
Share:

দ্রৌপদী মুর্মু। ছবি: টুইটার।

ভিডিয়ো ক্লিপটিতে মন্দির ঝাঁট দিতে দেখা যাচ্ছে যাঁকে, দেশ জুড়ে তাঁকে নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তিনি দ্রৌপদী মুর্মু। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের রাষ্ট্রপতি প্রার্থী। সংবাদ সংস্থা এএনআই-এর টুইট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরের একটি শিব মন্দিরে ঝাঁটা হাতে মেঝে পরিষ্কার করছেন দ্রৌপদী । মন্দির পরিষ্কার করার পর পুজোও দেন তিনি। বুধবার সকালের এই ঘটনা নেটমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। নেটমাধ্যমে বিপুল প্রশংসাও কুড়িয়েছেন দ্রৌপদী।

Advertisement

পাশাপাশি, কেন্দ্রের তরফে ইতিমধ্যেই দ্রৌপদীকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার একটি বৈঠকের পর এনডিএ জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দ্রৌপদীর নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিআরপিএফ-কে মুর্মুর নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয়।

প্রধানমন্ত্রীও দ্রৌপদীর প্রশংসায় ইতিমধ্যেই পঞ্চমুখ হয়েছেন। তিনি জানান যে, এমন এক জনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে, যিনি সমাজের সেবায় জীবন উৎসর্গ করেছেন। দ্রৌপদীর মতো ভাল রাষ্ট্রপতি কেউ হতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement

২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন দ্রৌপদী মুর্মু। তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল, যিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হওয়ার আগে দ্রৌপদী দীর্ঘ দিন ওড়িশার বিধায়ক ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement