UP Incident

বিজেপি নেতার পুত্রের বিএমডব্লিউ-র ধাক্কায় মৃত্যু যুবকের, পলাতক বাবা ও ছেলে, ক্ষোভ উত্তরপ্রদেশে

মৃতের নাম রামলাল গুপ্তা। তিনি পেশায় রাঁধুনি ছিলেন। অভিযোগ, যে বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, সেই গাড়ির মালিক আজমাতুল্লা। তিনি স্থানীয় বিজেপি নেতা হামিদুল্লার পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৭:৪৯
Share:

উত্তরপ্রদেশে বিজেপি নেতার পুত্রের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের। —প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশে বিজেপি নেতার পুত্রের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের পরিবারের অভিযোগ, জেনেশুনেই যুবককে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে। প্রতিবাদে চার সন্তানকে নিয়ে পথে নেমেছেন তাঁর স্ত্রী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখান তিনি। তবে অভিযুক্ত বিজেপি নেতা এবং তাঁর পুত্র পলাতক। তাঁদের খোঁজ চলছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন মৃতের স্ত্রী।

Advertisement

উত্তরপ্রদেশের বস্তী জেলার ঘটনা। মৃতের নাম রামলাল গুপ্তা। তিনি পেশায় রাঁধুনি ছিলেন। অভিযোগ, যে বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, সেই গাড়ির মালিক আজমাতুল্লা। তিনি স্থানীয় বিজেপি নেতা হামিদুল্লার পুত্র। ঘটনার সময় হামিদুল্লাও ওই গাড়িতেই ছিলেন বলে অভিযোগ।

মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন যুবক। তার পর কাছেই হাঁটতে বেরিয়েছিলেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময়ে আচমকা তাঁর দিকে এগিয়ে আসে বিএমডব্লিউ। বাঁচার সুযোগ পাননি যুবক। ইচ্ছা করেই তাঁকে গাড়ির ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ মৃতের স্ত্রীর। গাড়িটি বিজেপি নেতা চালাচ্ছিলেন বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামীই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। তাঁদের চার সন্তান। কী ভাবে তাদের মানুষ করবেন, প্রশ্ন তুলেছেন তিনি।

মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement