গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। প্রতীকী ছবি।
প্রাতর্ভ্রমণের সময় বিজেপি নেতার ভাইকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিলেন দুষ্কৃতীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার ভিটি এলাকায়। জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিজেপি মোর্চার জেলা সহ-সভাপতি ভোলা চৌরাসিয়ার ভাই অভিমন্যু শুক্রবার সকালে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন। বাড়ির বাইরে প্রাতর্ভ্রমণ করছিলেন ২২ বছর বয়সি অভিমন্যু। সে সময়ই জনা পাঁচেক যুবক বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ।
গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি নেতার ভাই। গুলির আওয়াজ শুনে বাড়ির বাইরে আসেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে অভিমন্যুকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিমন্যুকে শরীরে ৩টি গুলি লাগে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কী কারণে হামলা, তা স্পষ্ট নয়। হামলা নিয়ে এখনও মুখ খোলেননি বিজেপি নেতা।