COVID-19

করোনার নয়া উপরূপ নিয়ে আতঙ্ক, তাজমহলে দর্শনার্থীদের জন্য চালু হল নয়া নিয়ম

বছর শেষের মুখে করোনার নতুন উপরূপ ঘিরে আতঙ্ক বাড়ছে। কোভিড মোকাবিলায় নতুন করে পদক্ষেপ করা হল তাজমহলে। দর্শনার্থীদের মানতে হবে এ বার এই নয়া নিয়ম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:০৮
Share:

করোনা মোকাবিলায় তাজমহলে পদক্ষেপ করা হল। ফাইল চিত্র।

করোনার নয়া উপরূপ ‘বিএফ.৭’-এর দাপাদাপিতে চিনে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পড়শি দেশের এই পরিস্থিতি দেখে তৎপর হয়েছে মোদী সরকার। বিভিন্ন রাজ্যে করোনা মোকাবিলায় পদক্ষেপ করা হচ্ছে। এই আবহে এ বার তাজমহলে দর্শনার্থীদের জন্য কোভিডবিধি চালু করা হল।

Advertisement

তাজমহলে ঢোকার আগে দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড পরীক্ষা করানোর পর রিপোর্ট দেখে তবেই দর্শনার্থীদের তাজমহলে প্রবেশ করতে দেওয়া হবে। নতুন করে যাতে সংক্রমণ না মাথাচাড়া দেয়, সে কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এই প্রসঙ্গে আগরার জেলা স্বাস্থ্য তথ্য আধিকারিক অনিল সতসাঙ্গি বলেছেন, ‘‘সংক্রমণ রুখতে করোনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।’’

Advertisement

দেশ-বিদেশের বহু মানুষ রোজ তাজমহল দর্শন করতে ভিড় জমান। চিন-সহ বিভিন্ন দেশে নতুন করে যে ভাবে সংক্রমণ বাড়ছে, এ দেশে যাতে সেই ঢেউ আছড়ে না পড়ে, তা নিশ্চিত করতেই তাজমহলে এই পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত ৪ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার নয়া উপরূপ। তাঁরা গুজরাত ও ওড়িশার বাসিন্দা। তবে বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন। কিন্তু চিনে যে ভাবে সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে, তার ভয়াবহতা দেখেই আগাম সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে মাস্ক পরার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement