Jeetu Chaudhary

BJP Leader shot dead: দিল্লিতে বাড়ির সামনেই গুলি করে খুন বিজেপি নেতা জিতু চৌধুরীকে, অধরা আততায়ী

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০৩:৪১
Share:

মৃত বিজেপি নেতা (বাঁ দিকে), ঘটনাস্থলে পুলিশ (ডান দিকে)। ছবি: এএনআই

রাজধানী দিল্লিতে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় এক বিজেপি নেতা জিতু চৌধুরীর। বুধবার রাত সওয়া আটটা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় গুলিচালনার ওই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, ময়ূর বিহারের সি-ওয়ানে জটলা দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে এক জন। তাঁকে ঘিরে স্থানীয় লোকজনের জটলা। পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত শত্রুতা— কেন জিতুকে এ ভাবে খুন হতে হল, তদন্ত করে তা বার করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement