Crime

বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, হামলার পরই বাইক নিয়ে চম্পট তিন আততায়ীর

অভিযুক্ত তিন যুবকের মুখ ঢাকা ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ২১:২৮
Share:

অভিযুক্ত তিন যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। রবিবার মোরেনা এলাকায় ব্যস্ত রাস্তার মধ্যেই ৩ অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। তবে ওই বিজেপি নেতা গুলিবিদ্ধ হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বিজেপি নেতা সন্তোষকুমার শর্মা এক জন গয়না ব্যবসায়ী। তাঁর দোকান রয়েছে। রবিবার নিজের দোকানে ২ বন্ধুর সঙ্গে বসেছিলেন ওই নেতা। আচমকা সেই সময় ৩ অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে ওই নেতাকে লক্ষ্য করে গুলি চালান।

নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই বিজেপি নেতা। তাই তাঁর গুলি লেগেছে কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। গুলির শব্দে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে ৩ যুবক এসে গুলি চালান। তাঁদের মুখ ঢাকা ছিল।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement