National News

২৭ বার একই ‘জবাব’ বিজেপি নেতার

কিরিট বার বার বলতে থাকেন ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৪:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

একটি স্কুলে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সচেতনতা প্রচারের অনুষ্ঠান করে বিতর্কে বিজেপির প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। এ নিয়ে প্রশ্ন করা হলে এক সাংবাদিককে ২৭ বার একই উত্তর দিয়েছেন তিনি। ওই অনুষ্ঠানের যৌক্তিকতা-সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে কিরিট বার বার বলতে থাকেন ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি’।

Advertisement

মুম্বইয়ের মান্টুঙ্গায় দয়ানন্দ বালক বালিকা বিদ্যালয়ে গত শুক্রবার সিএএ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সংসদে নাগরিকত্ব সংশোধিত বিলে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানিয়ে পোস্টকার্ডে চিঠি লেখানো হয় পড়ুয়াদের দিয়ে। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ওই অনুষ্ঠানে বিজেপির নেতারা উপস্থিত ছিলেন। গত কাল ওই স্কুলে গিয়েছিলেন কিরিট। তাঁকে একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক প্রশ্ন করেন, স্কুলে সিএএ নিয়ে কর্মসূচি কেন? পড়ুয়াদের বলা হল, যাঁরা সিএএ-র বিরোধিতা করছেন তাঁরা ‘বিশ্বাসঘাতক’, এটা কি ঠিক? প্রতিটি ক্ষেত্রেই কিরিটের জবাব, ‘‘আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি।’’ ওই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আপনার কাছে কী সদুত্তর নেই বলেই কি উত্তর এড়িয়ে যাচ্ছেন? কিরিটের উত্তর, ‘‘আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি।’’

২৩ নম্বর প্রশ্নের উত্তরে কিরিট বলেন, ‘‘স্কুলের ভিতরে সাংবাদিকেরা যে প্রশ্ন করেছিলেন, তার উত্তর দিয়েছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি।’’ এক সময় বিরক্ত হয়েই হাল ছেড়ে দেন চ্যানেলের ওই সাংবাদিক। তিনি বলেই ফেলেন, ‘‘কিরিট সোমাইয়া যেন একটি যন্ত্র। একই কথা বলে চলেছেন।’’

Advertisement

আরও পড়ুন: ‘প্রতিবাদ করাটা সাংবিধানিক অধিকার’

স্কুলে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করায় মহারাষ্ট্রে চাঞ্চল্য ছড়িয়েছে। শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকার একটি নির্দেশিকায় বলেছে, স্কুলে যেন রাজনৈতিক কর্মসূচির অনুমতি না-দেওয়া হয়। সরকারের ওই নির্দেশিকার সমালোচনা করেছে কিরিট। শুক্রবারের অনুষ্ঠান নিয়ে বিজেপির যুক্তি, স্কুল ছুটির পর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement