বিজেপি সভাপতি জে পি নড্ডা। ফাইল চিত্র।
আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে চলতি বছরে ন’টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি হিসেবে বিজেপি সভাপতি জে পি নড্ডা আজ দলের জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করে ভোটমুখী রাজ্যগুলি সম্পর্কে রিপোর্ট নিলেন। ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রস্তুতি নিয়েও সাত ঘণ্টার বৈঠকে আলোচনা হয়েছে। মার্চ থেকে মে মাসের মধ্যে কর্নাটক, ত্রিপুরায় বিধানসভা ভোট হবে। এই দুই রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি তেমন সুবিধাজনক অবস্থায় নেই। তার মোকাবিলায় বুথ স্তরে সাংগঠনিক শক্তি কী ভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি সূত্রের খবর, ভোটমুখী রাজ্যগুলিতে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের ঘরে ঘরে গিয়ে প্রচার, সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেওয়ায় জোরদেওয়া হবে।
চলতি বছরে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটও হতে পারে। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের বাড়িতে বিজেপির কাশ্মীর বিষয়ক কোর গ্রুপের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, শাহ ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সংগঠনের অবস্থা যাচাই করতে সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষকে কাশ্মীর পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে অমিত শাহ নিজে রাজৌরি যেতে পারেন। কাশ্মীর উপত্যকার বাইরে যে ভাবে জঙ্গিরা হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে, তাতে চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির।