Coronavirus

‘মিথ্যাকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে বিজেপি’, করোনায় মৃতের সংখ্যা নিয়ে তোপ রাহুলের

নিজের টুইটের সঙ্গে ওয়াশিংটন পোস্টে ছাপা একটি রিপোর্টও জু়ডে দিয়েছেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৭:০১
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র

করোনা সংক্রমণে মৃতের সংখ্যা লুকনো হচ্ছে বলে অভিযোগ তুলে এ বার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাহুল গাঁধী। সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন জিডিপি এবং সীমান্তে চিনা আগ্রাসন প্রসঙ্গও। রবিবার টুইটারে কার্যত ত্রিফলা আক্রমণ শানিয়েছেন ওই কংগ্রেস নেতা। সেই সঙ্গে শাসক দলকে লক্ষ্য করে তাঁর কটাক্ষ, ‘‘মিথ্যাকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে বিজেপি।’’

Advertisement

করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে টার্গেট করে একের পর এক আক্রমণ শুরু করেছেন রাহুল। ভারতে করোনার প্রকোপ যত বেড়েছে, ততই শাণিত হয়ে উঠেছে তাঁর কটাক্ষ। এ দিন সারা দেশের করোনা পরিস্থিতির সঙ্গে গালওয়ানে ভারত-চিনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির মতো বিষয়কেও জুড়ে সেই আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। টুইটারে লিখেছেন, ‘‘বিজেপি মিথ্যাকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে।’’ কোন ‘মিথ্যা’র কথা বলছেন রাহুল? ওই কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘১) কোভি়ড ১৯ পরীক্ষা সীমাবদ্ধ করা এবং মৃত্যু নিয়ে ভুল তথ্য দেওয়া ২) নতুন হিসাব প্রক্রিয়ার মাধ্যমে জিডিপি তথ্য দেওয়া ৩) চিনা আগ্রাসন নিয়ে সংবাদমাধ্যমকে ভয় দেখানো। এই বিভ্রম খুব শীঘ্রই ভাঙবে এবং ভারতকে এর মূল্য চোকাতে হবে।’’

এর সঙ্গেই ওয়াশিংটন পোস্টে ছাপা একটি রিপোর্টও জুড়ে দিয়েছেন রাহুল। ওই লেখার শিরোনাম, ‘ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রকেটের গতিতে ১০ লক্ষ পেরোল, মৃতের সংখ্যা নিয়ে রহস্য।’

Advertisement

আরও পড়ুন: দিল্লিতে প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ভেসে গেল জলের তোড়ে

এর আগেও বার বার একই বিষয় নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছেন কেরলের ওয়েনাড়ের ওই কংগ্রেস সাংসদ। শনিবারই ভারত-চিন সীমান্ত সঙ্ঘাত প্রসঙ্গে মোদী সরকারের পদক্ষেপকে ‘কাপুরুষোচিত’ বলে বিঁধেছিলেন তিনি। লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। দেশের অর্থনৈতিক অবস্থার কথাও তুলে ধরেছিলেন। রবিবার সেই একই ধাঁচে আক্রমণ সাজালেন তিনি।

আরও পড়ুন: কেরলে পাচার হয়েছে ১৮০ কেজিরও বেশি সোনা! প্রায় নিশ্চিত গোয়েন্দারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement