ফাইল চিত্র।
সনিয়া গান্ধীর বাসভবন ও কংগ্রেসের দখলে থাকা সরকারি বাংলোর ভাড়া বাকি বলে অভিযোগ তুলল বিজেপি। তথ্যের অধিকার আইনে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রক জানিয়েছে, কংগ্রেসের সদর দফতর ২৪ নম্বর আকবর রোডের পাশে ২৬ নম্বর বাংলোয় কংগ্রেস সেবা দলের দফতর রয়েছে। তার ভাড়া বাবদ প্রায় ১২ লক্ষ ৭০ হাজার টাকা বাকি। সনিয়ার ১০ জনপথের ভাড়া বাবদ বকেয়া ৪,৬১০ টাকা।
বিজেপি এ নিয়ে আজ শোরগোল করার চেষ্টা করলেও কংগ্রেস গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস সূত্রের বক্তব্য, সনিয়া সাংসদ ও জাতীয় রাজনৈতিক দলের সভানেত্রী হিসেবে সরকারি বাংলো পান। এ ক্ষেত্রে বাড়ির ভাড়া দিতে হয় না। বাতানুকূল যন্ত্র ইত্যাদির জন্য সামান্য কিছু ভাড়া বাকি রয়েছে। ২৬ নম্বর বাংলোর ভাড়া নিয়ে বিবাদ চলছে। কারণ সরকার কয়েক বছর আগে আচমকা উৎখাতের নোটিস দিয়ে বলছে, বাংলো বেআইনি দখলে রয়েছে। তাই ভাড়া দিতে চাইলেও নেওয়া হয় না। বিজেপি নেতা অমিত মালবীয়ের অভিযোগ, সনিয়া পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের টিকিট কেটে দিয়ে বড়াই করেন। নিজের বাড়ির ভাড়া দেন না।