Punjab

পঞ্জাবে পুরভোট চাইছে না বিজেপি

রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব এ দিন দাবি করেছেন, রাজ্যে শাসক দলের চক্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাত

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৪:৪২
Share:

—প্রতীকী ছবি

কৃষক বিক্ষোভের আঁচে হরিয়ানায় পুরভোটে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। তাই দেখে আপাতত পঞ্জাবের পুরভোট স্থগিত রাখার দাবি জানিয়ে রাজ্যপাল ভি পি বান্দোরের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব। না-হলে অন্তত আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে ওই নির্বাচন করার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি। বর্তমান পরিস্থিতিতে জাতীয় সহ-সভাপতি সওদান সিংহকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচলে সংগঠনের দায়িত্ব দিয়েছে বিজেপি।

Advertisement

রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব এ দিন দাবি করেছেন, রাজ্যে শাসক দলের চক্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কৃষক আন্দোলনের সুযোগ নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে বিক্ষোভ-ধর্না চালানো হচ্ছে। একাধিক স্থানে বিজেপি নেতাদের বয়কট করার দাবি উঠেছে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। তাদের রাস্তায় বেরোলে, দলীয় অনুষ্ঠানে গেলে ঘেরাও করা হচ্ছে। সামাজিক ভাবে বিজেপি নেতাদের বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এর জন্য শাসক দল কংগ্রেসকে দায়ী করে বিজেপি নেতৃত্ব

রাজ্যপালের কাছে পুর নির্বাচন আপাতত স্থগিত রাখার আবেদন জানান। রাজ্য বিজেপি সভাপতি অশ্বিনী শর্মা বলেন, “গণতন্ত্রে বিরোধিতা প্রদর্শনের অধিকার রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে বিক্ষোভ দেখানোর পরিবর্তে বিজেপি নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। এতে দলীয় নেতাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।” দলের দাবি, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে আগামী দিনে পঞ্জাব সার্বিক ভাবে অশান্ত হয়ে উঠতে পারে। পুর ভোট একান্তই করতে হলে যেন তা আধাসেনা মোতায়েন করে করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement