কেজরীর প্রচার নিয়ে কমিশনে বিজেপি

বিজেপির অভিযোগ, মাস খানেকের বেশি সময় ধরেই রাজধানীর বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিজের সরকারের সাফল্যের প্রচারে নেমেছেন কেজরীবাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ০২:৪৮
Share:

অরবিন্দ কেজরীবাল।

দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে। তবে গত এক মাস ধরেই সংবাদপত্র থেকে রাস্তায় হোর্ডিং—দিল্লিতে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রচারে নেমে পড়েছে অরবিন্দ কেজরীবালের সরকার। আপ সরকারের ওই প্রচার নিয়ে আপত্তি জানিয়ে এ বার নির্বাচন কমিশনে গেলেন দিল্লি বিজেপি নেতৃত্ব।

Advertisement

বিজেপির অভিযোগ, মাস খানেকের বেশি সময় ধরেই রাজধানীর বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিজের সরকারের সাফল্যের প্রচারে নেমেছেন কেজরীবাল। হোর্ডিং-ফ্লেক্স বসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। বিজেপির রাজ্যসভা সাংসদ বিজয় গয়ালের অভিযোগ, ‘‘বোঝাই যাচ্ছে ওই বিজ্ঞাপনের লক্ষ্য হল ভোটারদের প্রভাবিত করা। কিন্তু জনগণের টাকা এ ভাবে প্রচারের কাজে লাগানো অপরাধের শামিল। তাই কমিশনকে এ নিয়ে ব্যবস্থাগ্রহণের অনুরোধ করেছি।’’

অভিযোগ উঠেছে মিথ্যা প্রচারেরও। বিজেপির অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিজেদের নামে চালিয়ে জনগণের মধ্যে নাম কুড়োনোর খেলায় নেমেছেন কেজরীরা। এ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার কাছে কাল অভিযোগ জানিয়েছেন গয়ালেরা। বিজেপির অভিযোগকে অবশ্য সে ভাবে গুরুত্ব দিতে রাজি নন আপ নেতৃত্ব। আপ নেতা দীপক পাণ্ডের কথায়, ‘‘প্রত্যেক সরকারের প্রচার খাতে খরচের জন্য অর্থ বরাদ্দ থাকে। স্বভাবতই ভোটের বছরে তা বৃদ্ধি পায়। সেই অর্থই প্রচারে খরচ করা হচ্ছে। আসলে আপ সরকারের উন্নয়নের ফিরিস্তি দেখে বিজেপি ফের দিল্লিতে হেরে যাওয়ার ভয় পাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement