BJP

হায়দরাবাদ পুরভোট দিয়েই তেলঙ্গানা দখলের স্বপ্ন বিজেপি শিবিরের

পুরভোটে দলকে নেতৃত্ব দিতে বিজেপি-র সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। হায়দরাবাদের দখল নিতে বিজেপি নেতৃত্ব যে কতটা আগ্রাসী, তা বোঝা গিয়েছে পুরভোটের প্রচারসভায় দলের হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৮:৩৭
Share:

ভোটপ্রচারে হায়দরাবাদে অমিত শাহ। রবিবার পিটিআইয়ের তোলা ছবি।

বছর চারেক আগে গ্রেটার হায়দরাবাদ পুরসভায় মাত্র ৫টি আসন দখল করেছিল বিজেপি। তবে মঙ্গলবারের পুরভোটে হায়দরাবাদের দখল নিতে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। ভোটের আগেই বিজেপি নেতৃত্বের দাবি, এ বার গেরুয়া-প্রতিনিধিকেই শহরের মেয়র হিসেবে দেখা যাবে। যদিও এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। পুরভোটে বিজেপি-র এই আগ্রাসনের আসল লক্ষ্য যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে চন্দ্রশেখর রাও সরকারকে হঠিয়ে তেলঙ্গানা দখল— তেমনটাই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

Advertisement

আগামিকাল, ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদ পুরসভার ১৫০টি ডিভিশনে নির্বাচন। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এর সবক’টি আসনে লড়াই করছে। বিজেপি লড়বে ১৪৯টি আসনে। ১৪৬টি আসনে কংগ্রেসের প্রার্থীরা রয়েছেন। অন্য দিকে, আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ উল-মুসলিমীন (এইএমআইএম) ৫১টি আসন দখলের লড়াইয়ে রয়েছে। পুরভোটে মোট প্রার্থী ১,২২২ জন।

পুরভোটে দলকে নেতৃত্ব দিতে বিজেপি-র সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। হায়দরাবাদের দখল নিতে বিজেপি নেতৃত্ব যে কতটা আগ্রাসী, তা বোঝা গিয়েছে পুরভোটের প্রচারসভায় দলের হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সর্বভারতীয় সাধারণ সভাপতি জে পি নড্ডা, সাংসদ তেজস্বী সূর্য, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস— এঁদের সকলকেই প্রচারসভায় দেখা গিয়েছে। দলীয় নেতারাও প্রকাশ্যে দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়ী হবে বিজেপি। সেই সঙ্গে গ্রেটার হায়দরাবাদের আগামী মেয়র হবেন বিজেপি প্রার্থীই। তবে সেই দাবি পূরণ হবে কি না, তা নিয়ে সন্দিহান রাজ্য বিজেপি-র একাংশ। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, “নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির বিজেপি যে ভাবে ত্রিপুরা বিধানসভায় একেবারে শূন্য থেকে সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নিয়েছে, বাস্তবে এই পুরভোটে আমরা তেমনটা আশা করতে পারি না।”

Advertisement

আরও পড়ুন: ঠিক দামে ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা, বার্তা মোদীর

আরও পড়ুন: কোনও মুসলিমকে ভোটের টিকিট দেব না, ঘোষণা বিজেপি মন্ত্রীর

এই পুরভোটে গেরুয়া শিবিরের সাফল্য নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠলেও আগ্রাসনের মাত্রা কমাচ্ছে না বিজেপি। গত পুরভোটে টিআরএস-এর দখলে ৯৯টি এবং এআইএমআইএম-এর হাতে ৪৪টি আসন এলেও হায়দরাবাদ দখলে পুরোদমে উদ্যোগী তাঁরা। ভোটপ্রচারে মূলত চন্দ্রশেখর রাও সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, পরিবারতন্ত্র-সহ রাজ্যের আমলাদের অদক্ষতাকেই হাতিয়ার করেছে বিজেপি। রবিবার হায়দরাবাদের প্রচারে এসে হুঙ্কার ছেড়েছেন অমিত শাহ। কেসিআর সরকারকে উৎখাত করাই যে বিজেপি-র লক্ষ্য, সে ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁর ভাষণে। শাহের ঘোষণা, “তেলঙ্গানা এবং হায়দরাবাদ থেকে পরিবারতন্ত্রকে হঠিয়ে গণতন্ত্র স্থাপন করব। দুর্নীতি নির্মূল করে স্বচ্ছতা আনব। তোষামোদের নীতি থেকে উন্নয়নের দিশায় পৌঁছব।” রাজনৈতিক শিবিরের একাংশের মতে, পুরভোটের দখল নেওয়া তো বটেই, মোদী-শাহ জুটির পাখির চোখ আসলে তেলঙ্গানা দখল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement