Bilkis Bano

Bilkis Bano: ওরা ব্রাহ্মণ, স্বভাব-চরিত্র ভাল, বিলকিসের ধর্ষকদের নিয়ে মন্তব্য বিজেপি বিধায়কের

স্বাধীনতা দিবসে ১১ জন সাজাপ্রাপ্তকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২২:০১
Share:

বিলকিস বানো ফাইল চিত্র।

গুজরাতে বিলকিস বানোর গণধর্ষণকারী ও তাঁর শিশুকন্যা-সহ পরিবারের সাত সদস্যের হত্যাকারীদের গলা মালা পরানো নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই আবহে এ বার পাশে দাঁড়িয়ে তাদের ‘ব্রাহ্মণ’ বলে অভিহিত করলেন গোধরার বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘‘ওরা ব্রাহ্মণ। তাই ওদের স্বভাব-চরিত্র ভাল।’’

Advertisement

স্বাধীনতা দিবসে ১১ জন সাজাপ্রাপ্তকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। বুধবার তাদের গোধরার বিশ্ব হিন্দু পরিষদের দফতরে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার পরেই গোধরার বিজেপি বিধায়ক সিকে রাউজি বলেন, ‘‘ওরা ওই অপরাধ করেছে কি না, সেটা আমি জানি না। কিন্তু দেখতে হবে, উদ্দেশ্য কী ছিল। ওরা ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ বলেই ওদের স্বভাব-চরিত্র ভাল। হতে পারে, ওদের ফাঁসানো হয়েছে।’’

যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওই ১১ জন অপরাধীদের গুজরাতের বিজেপি সরকার কেন জেল থেকে মুক্তি দিয়েছে, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন উঠলেও কার্যত চুপ মোদী সরকার তথা বিজেপি। তার মধ্যেই বিজেপি বিধায়কের এই মন্তব্যে বিতর্ক আরও জোরালো হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement