weather

Rainfall: আগামী দু’-তিন ঘণ্টা কলকাতা, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা

আগামী দু’-তিন ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং হাওড়ায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২০:৩৮
Share:

কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। — ফাইল ছবি।

আগামী দু’-তিন ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার কিছু অংশ এবং হাওড়ায়। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বৃষ্টি শুরুর কথা জানিয়েছে হাওয়া দফতর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে তারা।

Advertisement

বৃহস্পতিবার রাত ৮টা থেকে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝড় এবং বজ্রবিদ্যুৎ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তা শুক্রবার আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে পারে। শুক্রবার কলকাতা এবং আশপাশের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement