Bihar

Bihar: ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন পড়ুয়া! বিহারের বিশ্ববিদ্যালয়ে অবাক কাণ্ড!

বিহারের এক বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন এক পড়ুয়া। অন্য ছাত্র পেলেন শূন্য!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ০৯:৩৪
Share:

প্রতীকী ছবি।

একেবারে অপ্রত্যাশিত ফলাফল! ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে ১৫১ নম্বর পেয়ে পাশ করলেন এক পড়ুয়া! বিহারের দ্বারভাঙা জেলায় একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমন কাণ্ডই ঘটেছে।

Advertisement

এই ফলাফল দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়েছে ওই পড়ুয়ার। জানা গিয়েছে, ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) বিভাগের এক পড়ুয়া রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় এই ‘অভাবনীয়’ নম্বর পেয়েছেন।

ওই পড়ুয়ার কথায়, ‘‘রেজাল্ট দেখে একেবারে চমকে গিয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট, তা-ও ফলপ্রকাশের আগে যাচাই করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।’’

Advertisement

এই পড়ুয়া যেমন ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন। তেমনই অন্য এক পড়ুয়া বি.কম পার্ট টু-র পরীক্ষায় অ্যাকাউন্টিং ও ফিনান্সে শূন্য পেয়েছেন। শুধু তাই নয়, তা সত্ত্বেও তাঁর পরের গ্রেডে উত্তরণ ঘটেছে। তবে এ সবই ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ভুলে।

ওই পড়ুয়ার কথায়, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে, এটা টাইপে ভুল হয়েছে। নতুন মার্কশিট দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement