Bihar Murder Case

বৌদির সঙ্গে সম্পর্ক, সন্দেহ থেকে চার জনকে সঙ্গে নিয়ে বন্ধুকে খুন করলেন দেওর

পুলিশের তরফে জানা গিয়েছে, সমাজমাধ্যমে বৌদির সঙ্গে বন্ধুর ছবি দেখে মাথা ঠিক রাখতে পারেননি দেওর। তিনিই দলবল নিয়ে যুবককে খুনের পরিকল্পনা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৬:৪৪
Share:

—প্রতীকী ছবি।

বৌদির সঙ্গে সম্পর্ক রয়েছে। এমন সন্দেহের বশেই বন্ধুকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলায়। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

এই প্রসঙ্গে মুঙ্গেরের পুলিশ সুপার জানিয়েছেন, গত রবিবার ১৯ বছর বয়সি যুবক বিপুলকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই এলাকার জামালপুর থানায় আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পাঁচ অভিযুক্তের মধ্যে এক জনের বৌদির সঙ্গে যুবকের অবৈধ সম্পর্ক আছে, এমন একটা ধারণাই এই খুনের কারণ। সমাজমাধ্যমে বৌদির সঙ্গে ওই যুবকের ছবি দেখে মাথা ঠিক রাখতে পারেননি দেওর। তিনিই দলবল নিয়ে খুনের পরিকল্পনা করেন।

Advertisement

পুলিশি জেরায় ভেঙে পড়ে মূল অভিযুক্ত সজন কুমার জানান, বৌদির সঙ্গে ছবি দেখে তাঁর ধারণা হয় যে বন্ধু অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। বৌদির সঙ্গে যোগাযোগ না রাখারও নাকি পরামর্শ দেওয়া হয়েছিল ওই যুবককে। সেই পরামর্শ কানে না তোলাতেই নাকি খুনের পরিকল্পনা করা হয়। মৃত যুবককে মদ খাইয়ে বেহুঁশ করে খুন করা হয়। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement