Murder

ইউটিউবে ‘জনপ্রিয়তা’ বৃদ্ধিতে হামলা, বিহারে ঘুমন্ত যুবককে কুপিয়ে খুন

শনিবার সকালে ঘর থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হর্ষবর্ধন। তিনি টিউশন করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

পটনা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:৫৭
Share:

প্রতীকী ছবি।

এক যুবককে ঘুমের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিহারে। বাড়িতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি নালন্দার।

Advertisement

শনিবার সকালে ঘর থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হর্ষবর্ধন। তিনি টিউশন করতেন। পড়ানোর ভিডিয়ো ইউটিউবে আপলোড করতেন। এ ছাড়াও বেশ কিছু রিল বানিয়েও ইউটিউবে ছাড়তেন। পরিবারের অভিযোগ, হর্ষবর্ধনের জনপ্রিয়তা বাড়ছিল। আর সেই জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গভীর রাতে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে হর্ষবর্ধনকে বেশ কয়েক বার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাতেই মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের এক সদস্য জানিয়েছেন, সকালে হর্ষবর্ধনের কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁকে ডাকতে যান তাঁর বোন। তখন তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন হর্ষবর্ধন। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে বাড়ির অন্য সদস্যদের ডাকেন।

Advertisement

সেই চিৎকার শুনে পড়শিরাও ছুটে আসেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে হর্ষবর্ধনের দেহ উদ্ধার করে নিয়ে যায়। ইউটিউবে জনপ্রিয়তা বৃদ্ধির কারণে হর্ষবর্ধনকে খুন করা হয়েছে বলে পরিবার দাবি করলেও, এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে বলে তদন্তকারীরা মনে করছেন। তবে এই খুনের ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement