Arvind Kejriwal

‘সঠিক সময়ে ঠিক জবাব দেবেন’, সিবিআই তলব নিয়ে কেজরীওয়ালের পাশে দাঁড়িয়ে মন্তব্য নীতীশের

নীতীশ বলেন, ‘‘মানুষ জানেন, কেজরীওয়ালের বিরুদ্ধে কী কী চলছে। কেজরীওয়াল তাঁর রাজ্যের জন্য প্রচুর উন্নয়ন করেছেন। তাঁর বিরুদ্ধে যা যা চলছে, সব কিছুর জবাব কেজরীওয়াল দেবেন সঠিক সময়ে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৭:০৭
Share:

সিবিআই তলব নিয়ে কেজরীওয়ালের পাশে দাঁড়ালেন নীতীশ কুমার। — ফাইল ছবি।

অরবিন্দ কেজরীওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় সমন করার পর দিনই এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ প্রসঙ্গে নীতীশকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, কেজরীওয়াল সঠিক সময়ে সমস্ত অভিযোগের যথাযথ জবাব দেবেন। নীতীশ বলেন, ‘‘মানুষ জানেন, কেজরীওয়ালের বিরুদ্ধে কী কী চলছে! কেজরীওয়াল এক জন অত্যন্ত উচ্চশিক্ষিত এবং সক্ষম ব্যক্তি। তাঁর রাজ্যের জন্য উন্নয়নের কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে যা যা চলছে, সব কিছুর জবাব কেজরীওয়াল দেবেন সঠিক সময়ে।’’

Advertisement

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই রবিবার সকাল ১১টায় তাঁকে ডেকে পাঠিয়েছে। এই মামলায় সাক্ষী হিসাবে কেজরীওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর মধ্যে প্রতিহিংসার রাজনীতি দেখছে বিরোধীরা। প্রসঙ্গত, ক’দিন আগেই সাংসদ তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি একটি প্রবন্ধে লিখেছিলেন, ‘‘কেজরীওয়াল এখন রাজনীতির বৃত্তে ক্রমশ উঠছেন। এ বার তাঁকে হেনস্থা করার চেষ্টা করা হবে। কেন্দ্রীয় এজেন্সির তলব বা বাড়িতে তল্লাশি হবে বলে মনে হচ্ছে।’’

শনিবার নীতীশ আরও বলেন, ‘‘এই কারণেই আমরা প্রতিটি বিজেপি-বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছি। আমরা এ জন্য সর্বস্ব করব এবং একসঙ্গে করব।’’ গত বুধবার দিল্লিতে নীতীশ দেখা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সমস্ত বিজেপি বিরোধী দলকে একজোট করার পণ করেছেন নীতীশ। এই কারণেই দিল্লি গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন নীতীশ এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

Advertisement

শুক্রবার একটি অনুষ্ঠানে নীতীশ কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপিকে। তিনি বলেছিলেন, ‘‘যদি মানুষ এ বারও বিজেপিকে ভোট দেন, তা হলে তাঁরা নিজের পায়েই কুড়ুল মারবেন। আর যদি মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেন, একমাত্র তা হলেই আবার উন্নয়নের পথে ফেরা সম্ভব হবে। এতেই দেশের মঙ্গল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement